মনের মাঝে জমা হয়ে থাকে কবিতা সারি সারি,
স্মৃতির পাতায় শুধু জেগে রয় করেনা খবরদারি।
নীরব রাতে শুধু মাঝে মাঝে জোর করে বের হয়,
উথাল পাতাল ঘুরপাক খায়, মাথা বেসামাল রয়।


সংসারী মন ভাবে অনুক্ষণ তোমারি সঙ্গ লভি,
কত মনোরম হয়েছে কানন আমি যে হয়েছি কবি।
কি হতো আমার এই সংসার যদি না আসিতে তুমি,
অনিমেষ চোখে ভিডিওটা দেখে অশ্রু চুমিছে ভূমি।


গ্রীষ্মের তাপে চৌচির মাঠে যেভাবে বৃষ্টির বারি,
নিঃশেষ হয়, ভূমি শুষে নেয়, সেভাবেই আমি পারি
শুষে নিয়ে সব স্মৃতির আকর মনোহরা কবিতায়
সাজাতে ফোটাতে ফুলের মতন ভালোবাসা মমতায়।


পাদটীকাঃ আজকাল ফেইসবুকে বন্ধুদের জন্য ভিডিও বানানোর ধুম পড়ে গেছে। আমার গিন্নীও আমাদের সাংসারিক জীবনের কিছু চিত্র নিয়ে একটা ভিডিও বানিয়েছে। কবিতায় যে ভিডিওর কথা বলা হয়েছে, সেটা সেই ভিডিও।


ঢাকা
১৯ নভেম্বর ২০১৪
কপিরাইট সংরক্ষিত।