প্রতিটা চুম্বনই কেন জানি,
কোন না কোনভাবে
প্রথম চুম্বনের মত মনে হয়।


প্রতিটা চুম্বনকেই কেন জানি,
একেকটা বিদায়ী চুম্বন বলে মনে হয়।
আরেকটু দীর্ঘস্থায়ী করে নিতে ইচ্ছে হয়।


প্রতিটা চুম্বনেই থাকে অজানা রহস্য,
জিহ্বা হয় কখনো লেহ্য কখনো চোষ্য।
দেহ চায় নিবিড় আলিঙ্গণ, উষ্ণ নিষ্পেষণ।


তবু, প্রথম চুম্বনটাই দেহের প্রথম শিহরণ,
শুদ্ধতম না হলেও সেটাই স্থায়ী প্রেমের প্রথম পাঠ।
প্রেমাষ্পদের চকিত আবেগে ভীতির বালাই ষাট!


ঢাকা
১৫ নভেম্বর ২০১৪
কপিরাইট সংরক্ষিত।