প্রতিটি প্রদর্শিত হাসির গভীরে
আমি পাই চাপাকান্নার আওয়াজ।
শোকগাঁথা শোনাই কি আমার কাজ?


প্রতিটি উচ্চকিত অট্টহাসির পেছনে
আমি সচকিত ফিসফিসানি শুনি,
আমি কি কেবলই এক বিষন্ন মুনি?


রৌদ্র করোজ্জ্বল দিনেও আমি দেখি
আকাশের ঈশান কোণে মেঘের চক্রান্ত
আমি কি সত্যিই এতটা সংশয়াক্রান্ত?


মধুর সঙ্গীতগুলোই বারবার,
আমার হৃদয় করে যায় ছারখার
শেলীর কথাই কি তবে, হলো সার?


পাদটীকাঃ ইংরেজ কবি P.B. Shelley তাঁর Ode To A Skylark কবিতায় লিখেছিলেন, 'Our sweetest songs are those that tell of saddest thought.'


ঢাকা
২৭ নভেম্বর ২০১৪
স্বর্বস্বত্ব সংরক্ষিত।