আজ কয়েকদিন ধরে ফেইসবুক থেকে
বাজারের একটা ফর্দ সবাই নিচ্ছে টুকে
কপি-পেস্ট-শেয়ার করছে দেয়ালে দেয়ালে
এক সুগৃহিনীর লেখা ফর্দ মনের খেয়ালে।


ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, আমার কপালে
বাজারের দায়িত্ব শুরু হয় সেই বাল্যকালে।
নিষ্ঠার সাথে সে দায়িত্ব করেছি পালন,
তাই ফর্দের সথে গাঁটবাঁধা হয়েছে জীবন।


কিছু আইটেম আমার কাছে অনাবশ্যক মনে হয়,
তবুও উপায় নেই, ইচ্ছে না থাকলেও আনতে হয়।
ফর্দের ১২ নম্বরটা সেরকমই এক আইটেম ছিল,
দু'বার ভুলে গেলেও অবশেষে আনতেই হলো।


সেই সুগৃহিনীর ফর্দ যেন আমার বহুকালের দেখা,
সেখানে টাইপের বদলে দেখি গোটা অক্ষরের লেখা।
লিখিত হুমকিগুলো অবশ্য কখনো থাকতো না,
তবে মুখে মুখে অনুযোগ বহু হতো শোনা।


মোবাইলে টাকা না থাকার কথা বিরক্তি ঘটায়,
তবুও একটু বিতর্ক শেষে মিটিয়েছি সে দায়।
ভালোবাসা লেখা নেই, যদিও ফর্দের পাতায়,
তবু শেষের কথাটা কানে প্রেমরাগ শুধায়।


পাদটীকাঃ  ফেইসবুকে পাওয়া বাজারের সেই ফর্দটা এখানে তুলে দিলামঃ
A shopping list given to a loving husband by a loving wife.
বাজারের লিস্ট
--------------------
০১. গুড়া মরিচ = ২ কেজি **(প্রাণ হইলে ভালো হয়)
০২. গুড়া হলুদ = ২ কেজি **(প্রাণ)
০৩. শুকনা মরিচ = ১০০ গ্রাম **(অবশ্যই আনবা নইলে কিন্তু তোমার ভর্তা খাওন বন্ধ)
০৪. পিয়াজ = আড়াই কেজি **(ইন্ডিয়ান পিয়াজ আনবানা, খবরদার)
০৫. ধনিয়া পাতা = ২ মুঠা **(ভালো করে দেখে আনবা)
০৬. কাকরোল = ১ কেজি
০৭. পটল **(পাইলে ১ কেজি আনবা)
০৮. লাল আলু = আড়াই কেজি; যদি লালটা না পাও তাইলে নরমালটা = ১ কেজি
০৯. গরুর মাংস = ২ কেজি **(ভালো করে নিজের চোখ দিয়ে দেখে আনবা; যদি মহিষ হয় তাইলে সব তুমি একলা খাইবা)
১০. দেশী মুরগী = ৫ টা **(যদি ফার্ম বা পাকিস্তানি হয় তাইলে রান্না তোমারে দিয়া করামু কিন্তু)
১১. লাল শাক বা পালং শাক = ১/২ কেজি
১২. ক্যাপসিক্যাম **(এর আগেও দুই দিন আনতে বলছি, আনো নাই)
১৩. ডিম = ১ ডজন
১৪. কাঁচা পেঁপে = ২ টা আনবা
**মাছ ঘরে অনেক আছে আনতে হবে না। মনে থাকবে?
**কোনো আইটেম বাদ গেলে তোমার খবর আছে।
বি দ্র : আর আমার মোবাইলে টাকা নাই।
শুনো, বাজার নিয়া হেটে আসবা না, রিকশায় আসবা কিন্তু....


ঢাকা
০৩ ডিসেম্বর ২০১৪
কপিরাইট সংরক্ষিত।