অনুভব, কী নাম তোমার?
তৃতীয় নয়ন? ষষ্ঠ ইন্দ্রিয়?
যে নামেই ডাকি না কেন,
আমি যে কান পেতে থাকি,
অশ্রুত তোমাকে শুনতেই।
আমি যে চোখ মেলে থাকি,
অদৃশ্য তোমাকে দেখতেই।
উন্মুখ হই, অস্পর্শিত তুমি
যেন একটু স্পর্শ দিয়ে যাও।
অনাস্বাদিত তুমি একটু এসে
তোমার ঘ্রাণ আর স্বাদ দাও।
দিবানিশি চুপিসারে এসে,
মন পবনের নাও এ ভেসে,
আমার এ মন মাতিয়ে যাও।


ঢাকা
০৪ ডিসেম্বর ২০১৪
স্বর্বস্বত্ব সংরক্ষিত।