স্বাধীনতা,
দাদুর কাছে শুনেছি তোমার গল্প,
বীর সেনাদের যুদ্ধ করার ইতিহাস,
গর্বিত মনে তাই জাগে এত উল্লাস,
তোমার পতাকা ধারণ করার অভিলাষ।


স্বাধীনতা,
দাদু তোমার গল্প অনেক বলেছে,
কিভাবে এদেশে হায়েনার দল এসেছে,
নিরীহ বাঙালী কিভাবে ক্লিষ্ট হয়েছে,
রক্ত ঝরিয়ে তোমার মূল্য দিয়েছে।


স্বাধীনতা,
তোমার পতাকা নিলাম আমার হাতে।
যতদিন বাঁচি, রাখবো তোমাকে বুকে।
লাল সবুজের জমিনে রাখবো এঁকে,
আমার শাড়ীর আঁচলে রাখবো ঢেকে।


পাদটীকাঃ দাদুর কোলে চড়ে ছোট্ট নাতনি স্বাধীনতার গল্প শুনছে, তার ছোট্ট একটি হাতে ধরা আছে লাল সবুজের ছোট্ট একটি পতাকা।
দাদুঃ খায়রুল আহসান
নাতনিঃ আনায়া সুহায়রা আহসান (আভা)


ঢাকা
০৭ ডিসেম্বর ২০১৪
কপিরাইট সংরক্ষিত।