ঘন কুয়াশা পড়ার দিন শুরু হয়ে গেছে।
উষ্ণতা খোঁজাখুঁজির দিন শুরু হয়ে গেছে।
মানব মানবী খোঁজে, পশুপাখিরাও খোঁজে,
খোঁজে শয্যায়, নিদ্রায় আর নিবিড় সাহচর্যে।
নিভৃতে খোঁজে, প্রকাশ্যে খোঁজে, শীতলতায়
খোঁজে, উত্তাপের অনিবার্য প্রয়োজনীয়তায়।


কেউ খোঁজে মখমলের আসনে পাশাপাশি বসে,
মসৃণ শয্যার সুখানুভূতিতে, শিমুল তুলোর
কোমল পেলবতা তাদের গায়ে উত্তাপ ছড়ায়।
আবার কেউ কাওরান বাজারের পথপাশে শুয়ে,
শয্যা তাদের গোলটুকরি, গামছা তাদের বালিশ,
চটের বস্তায় ঢুকে ঘুমায়, করে না কোন নালিশ।


ঢাকা
১০ ডিসেম্বর ২০১৪
কপিরাইট সংরক্ষিত।