মনোরে,
কী দিয়া তোমার গঠন?
আকৃতিটা কিসের মতন?
কল্পনায় পাই না খুঁজে,
কিছুতেই আসেনা বুঝে,
তুমি চেতন, না অবচেতন!


মনোরে,
বাইরে যদি বৃষ্টি ঝরে,
ঈশান কোন আঁধার করে,
উদাস হাওয়া কেন তোমায়
ঝাপটা দিয়ে যায়,
এমন উথাল পাতাল করে?


মনোরে,
আঁধার রাতে চোখের পাতায়
যখন গভীর ঘুম এসে যায়,
তখন তুমি হাওয়ায় ভেসে
ঘুরে বেড়াও দেশ বিদেশে
সঙ্গোপনে, কোন দুরাশায়?


ঢাকা
১৩ ডিসেম্বর ২০১৪
কপিরাইট সংরক্ষিত।