পেছনে ফেলে এসেছি অনেকটা পথ,
জানা অজানায় করা অনেক শপথ,
কুসুমাস্তীর্ণ ছিলোনা অনেকটা তার,
শ্বাপদ সংকুল ছিল কখনো আবার।
বরাভয় ছাড়াই তবু হেঁটে এসেছি,
ভুলে ভ্রান্তিতে প্রভু তোমায় স্মরেছি।


যা কিছু সত্য, ঋজু, ন্যায় ও সুন্দর,
হে প্রভু, বেঁধে রেখো মোরে নিরন্তর
তারই সাথে। আর যা কিছু অসত্য,
বক্র, ভ্রষ্ট ও অসুন্দর, প্রভু রচে দিও
তা থেকে আমার ব্যবধান দুস্তর।
শুভ্রতায় সততায় প্রভু রেখো অন্তর।


পাদটীকাঃ গত ১৩-১২-২০১৪ তারিখে আমার জন্মদিবসে একান্ত কিছু উপলব্ধ ভাবনা থেকে কবিতাটির খসড়া রচিত হয়।


ঢাকা
১৫ ডিসেম্বর ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।