অন্য সুর, অন্য সুর,
শুনি শুধু অন্য সুর।
উদাসী ঘুঘুর ডাক,
স্তব্ধ করে দেয় দুপুর।
অলস মগনে শুনি,
কেবলি এক অন্য সুর!


সৈকতে  যে ঢেউ আসে,
সেখানেও অন্য সুর।
দু'পায়ে পরশ বুলায়,
দু'কানে সুর শোনায়,
মিলিয়ে যায় বহুদূর,
বাজিয়ে দিয়ে অন্য সুর।


ধারাপাত বদলে গেছে,
সাথে সুর নামতারও।
হিসেবের মুদ্রা উধাও,
হিসেব করার অঙ্কটাও।
এ যেন এক অচিনপুর,
সবখানেতে অন্যসুর!


রাগ রাগিণী বিস্মৃত,
মল্লারী সুর তিরোহিত,
পাখিদের কন্ঠে বাজে,
অশ্রুত সব নতুন সুর,
মোটেই নয় শ্রুতিমধুর।
অন্য সুর, অন্য সুর!


ঢাকা
১৪ ডিসেম্বর ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।