যখন সময় হবে চলে যাবার,
যদি সময় পাই একটু ভাবার,
মায়ের কথাই ভাববো আমি,
জানেন সেটা অন্তর্যামী।

জানবোনা তো কেমন হবে,
দিনক্ষণটা আসবে কবে,
আসবে কি তা আচমকা?
হঠাৎ থমকে যাবে কলমটা?


হয়তো চোখের চশমাটা
উল্টে রবে টেবিল 'পরে,
ল্যাপটপের এই পর্দাটাও,
বুঁজে যাবে ক্ষণিক পরে।


জিভের আগায় পাক কলেমা,
আসবে কিনা জানিনা,
যাবার কালে শেষ কথাটায়,
মাফ যেন পাই তোমার, মা!


ঢাকা
২৬ ডিসেম্বর ২০১৪
স্বর্বস্বত্ব সংরক্ষিত।