তুমি বকুল ফুলের মত,
রাতের আঁধারে নিঃশব্দে ঝরে
ধরিত্রীর উদার বুকে পেতেছো শয্যা,
তারার মত দু'চোখে মেখে শিশির ফোঁটা।


তুমি বকুল ফুলের মত,
ভোরের হাওয়ায় সুবাস ছড়িয়েছো,
ঠাঁই নিয়েছো স্নিগ্ধ প্রাতে আমার হাতে,
বিলিয়েছো সৌরভ অকাতরে, প্রতিটি শ্বাসে।


তুমি বকুল ফুলের মত,
ছিলে শয্যায়, শিওরে শিথানে,
ছিলে মুঠিভরে, কব্জীতে জড়িয়ে,
কখনো বা একান্ত আবদারে, কন্ঠলগ্না হয়ে!


তুমি বকুল ফুলের মত,
সুবাস ছড়িয়েই নিঃশেষ হতে চাও।
যতই পুরনো হও ততই নিবিড় হয় ঘ্রাণ,
ততই বাড়ে আকুলতা, তোমায় রাখতে অম্লান।


ঢাকা
০৩ জানুয়ারী ২০১৫
কপিরাইট সংরক্ষিত।