হে প্রগল্ভা নারী,
তুমি যখন সীমাহীন উচ্ছ্বাসে,
সখীদের সাথে হাসতে হাসতে,
গল্প করে যেতে দিন দিনান্তে,
কখনো কি খেয়াল করেছিলে,
আড়ালে থেকে, অবাক বিস্ময়ে
লাজুক ছেলেটি অভিভূত হয়ে,
তাকিয়ে থাকতো তোমার দিকে?


সে শুধু অপেক্ষা করে থাকতো,
তোমার ঐ ফর্সা টোল পড়া মুখে,
পুষ্পের মত সেই হাসিটুকু দেখতে।
একটু একটু করে সে খোঁজ নিয়েছিলো
ভালোবাসো কিনা তুমি অন্য কাউকেও।
তোমার ভালবাসার কেউ নেই জেনেই
মুখে পুষ্পের হাসি আর হাতে পুষ্প নিয়ে
সে গিয়েছিলো ভালবাসার কথা জানাতে।


সে সত্য কথা বলেছিলো, তোমার ঐ হাসি
তার প্রাণে খুশীর হিল্লোল বয়ে নিয়ে আসে।
তুমিও তাকে সত্য কথাই বলেছিলে, তুমি যে
ইম্প্রেসড হওনি, তাকে তা অকপটে বলেছিলে।
'আচ্ছা আসি' বলে সে দিয়েছিলো মৃদু হাসি,
আর তার ঐ হাসিতেই তুমি কুপোকাৎ হলে।
তোমরা দুজনাই প্রকৃতির কি বিচিত্র খেয়ালে
পুষ্পের হাসি দিয়ে একে অপরকে বেঁধে নিলে!


ঢাকা
০৫ জানুয়ারী ২০১৫
কপিরাইট সংরক্ষিত।