ট্রেনের কামরায় হঠাৎ করেই সেদিন
দেখা হয়ে গেলো।
আমি আগে নেমে যাই, কিছু স্মৃতি নিয়ে।
তুমি রয়ে যাও,
জানিনা কোন স্টেশনে নেমেছিলে তুমি,
সেদিন অবশেষে।


জানিনা কোন ঘরে গিয়ে উঠেছিলে তুমি,
ভ্রমণের অবসানে।
শুয়েছিলে কোন বিছানায়, ঘুমের আশায়।
জানিনা বালিশের নীচে রাখা ছিলো কিনা,
কোন কবিতার বই।
বই খুলে জেগে জেগে দেখেছিলে কিনা
কোন মধুর স্বপন।
কবিতার পংক্তিগুলো হয়েছিলো কিনা
হঠাৎ করেই দেখা,
কোন আগন্তুকের মুখচ্ছবি!
পড়তে পড়তে পড়ে গিয়েছিলো কিনা,
হাত থেকে কবিতার বই!


ঢাকা
২৪ জানুয়ারী ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।