গম রঙের দেহে তোমার ধানি রঙের শাড়ী,
পেঁয়াজ রঙের ব্লাউজে দেখি মানায় বেশ ভারী।
টিয়া রঙের সবুজ শাড়ী মানায় তাতেও ভালো,
টিয়ার ঠোঁটের লাল রঙটা যদি পাড়ে ঢালো।


হলুদ টিয়া, লাল টিয়া, ধূসর টিয়াও আছে,
সব টিয়ারাই রঙের জন্য ঋণী তোমার কাছে।
কাঁচা হলুদ ধার করেছে তোমার গালের রঙ,
লঙ্কাগুলো মরে লাজে, তোমার মেজাজ যখন টং!


ঢাকা
০৫ ফেব্রুয়ারী ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।