কথায় কথায় আসো তুমি,
জাপটে ধরো মনটাকে,
উস্কে দিয়ে বাধ্য করো,
কঠিন পণে আটকাতে।


একটু পরেই একটুখানি
মিষ্টি কথায় যাও ভিজে,
সব ভুলে যাও এক নিমেষে
একটু আদর আহ্লাদে!


বরফ যেমন গলে তাপে,
তেমন গলো অশ্রুতে,
কঠিন তোমার বাহিরখানি
তরল ভেতর দিকটিতে।


গলেই যদি যাবে তুমি,
আর এসোনা ক্ষণে ক্ষণে,
সুখপাখীটা বিগড়ে গেলে,
উড়াল দেবে কোন বনে!


ঢাকা
০৭ ফেব্রুয়ারী ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।