আকাশের চিল দেখে
মুগ্ধ হয়ে ভাবে সবে,
আহা কত সুন্দর!
উড়ে চিল মনোহর!


সবার অজানা ছিলো,
উড়ন্ত চিলের মাঝে
একটার পাখা তলে
দগদগে ঘা ছিলো।


একদিন সেই চিল
উড়ছিলো পাখা মেলে,
দু'ডানা ঝাপটে সেটা
পড়ে গেলো গাছতলে।


চিলের পড়াটা দেখে
সকলেই ধেয়ে এলো,
চিলটা কাতর চোখে
শুধু শুধু চেয়ে র'লো।


বাকী সব চিলগুলো,
তখনো তো উড়ছিলো,
দূর পথে ভাটি বেয়ে
এক মাঝি ফিরছিলো।


পাদটীকাঃ আমাদের অনেকেই মনের অথবা দেহের গভীরে দগদগে ঘা নিয়ে আমরা হাসিমুখে চিলের মত নীলাকাশে উড়ে বেড়াই, সমাজে ঘুরে বেড়াই। তারপর একদিন ধপাস করে পড়ে যাই। তখন অনেকেই শুভেচ্ছা জানাতে আসে বটে, কিন্তু আমাদের শুধু ফ্যালফ্যাল করে চেয়ে থাকা ছাড়া করার আর কিছু থাকেনা। নিমেষেই বাকী সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে যায়।
দূর পথে ভাটি বেয়ে যে মাঝি ফিরে আসছে, সে আমাদেরই মত কেউ, পার্থিব পথ পরিক্রমা শেষ করে নিজ ঘরে ফিরে আসছে, যে ঘরে সে অনন্তকাল থাকবে।


ঢাকা
১০ ফেব্রুয়ারী ২০১৫
কপিরাইট সংরক্ষিত।