মনোরমা মরালীর মত লম্বা গ্রীবায় তোমার
তালুর পেছনটা দিয়ে একটু ছোঁয়া দিতে চাই,
ইচ্ছে হয় চিকণ থুতনিটাকে একটু ধরে দেখি,
আংগুলের ডগা দিয়ে ওজন মাপার মত করে।
টিপছাড়া কপালের মাঝখানটাতে নিখুঁতভাবে
একটি উজ্বল টিপ এঁকে দিয়ে দেখি কতটা জ্বলে!
আরক্তিম কপোল যুগলে খুঁজে পাই কিনা দেখি
একটি তৃষ্ণার্ত ভ্রমরের বসার মত কোন স্থান।
কালো চোখের তারার ঝিকিমিকি দেখে দেখে
নির্নিমেষ কাটাতে চাই জীবনের বাকীটা প্রহর।


ঢাকা
২৯ মার্চ ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।