সবার কিছু ব্যথা থাকে,
কেউ বলে, কেউ বলেনা।
সবার কিছু দুঃখ থাকে,
কেউ ভোলে, কেউ ভোলে না।  


সবাই কিছু বলতে চায়,
কেউ পারে, কেউ পারেনা।
বলতে গিয়ে কেউ মূক হয়ে যায়,
কথার আধিক্যে কেউ খাবি খায়।


সবার জীবনে কিছু কাহিনী থাকে,
কেউ শোনায়, কেউ শোনায় না।
কারোটা কাব্য, কারোটা গল্প,  
কারো শ্রোতা মেলে, কারো মেলেনা।


সবাই জীবনে ভালোবাসা চায়,
কেউ পায়, কেউ পায় না।
সবাই একটু ভালবাসতে চায়,
হয় বাস্তবে, নয় কল্পনায়।


ঢাকা
৩১ মার্চ ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।