একটি পিৎজা কয়েকজনে মিলে
ভাগাভাগি করে খেয়ে নেয়া যায়।
জলের একটি বোতল খুলে
কয়েকজন মিলে জল পান করা যায়।


কোথাও দাঁড়াবার একটু ঠাঁই খুঁজে পেলে
আরও কয়েকজনকে পাশে ডেকে নেয়া যায়।
একটু হাসি ঠোঁটের কোণে খেলেই যদি যায়,
আর ক'জনাকেও ডেকে তার ভাগ দেয়া যায়।


কিন্তু একটি মন, তা সে যতই বড় হোক না কেন,
শীত গ্রীষ্ম বর্ষা, শরৎ হেমন্ত কিংবা বসন্ত,
কোন কালেই সেটা ভাগাভাগি করে
একজনের বেশী কাউকে দেয়া যায় না। নাকি যায়?


ঢাকা
১২ এপ্রিল ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।