কারো কারো অভিমান
বর্ষার কালো মেঘ হয়ে শুধু বারি ঝরাতেই থাকে।
কারো কারো অভিমান
চাপাকান্নার আওয়াজ হয়ে শুধু ফিরে ফিরে আসে।


কারো কারো অভিমান
বুকের মাঝখানটাতে ঝনঝন করে বাজতেই থাকে,
কারো কারো অভিমান
মৃদু বাতাসের মর্মর ধ্বনি থেকে তীব্র তুফান ডাকে।


কারো কারো অভিমান
তপ্ত প্রশ্বাসের মত শুধু আবৃত মুখে উত্তাপ ছড়ায়,
কারো কারো অভিমান
ক্ষণিক বৃষ্টির অবসানে বর্ণিল রঙধনুর দেখা পায়।


সব অভিমান মুখিয়ে থাকে
যেন এক পশলা বৃষ্টির পর সোনালী রোদ আসে,
কারো অভিমান তিরোহিত হয়
হাসির ঝিলিকে, আবার কারোটা রোদনে ভাসে।


ঢাকা
২৬ এপ্রিল ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।