পাহাড় কণ্যা জেলিকোর কথা আজো মনে পড়ে,
সেথা ঊষার লগনে অরুণোদয়ের কথা মনে পড়ে।
সন্ধ্যা রাতে কনকনে বাতাসের কথা মনে পড়ে,
জ্যোৎস্নালোকে স্বচ্ছ মেঘের আনাগোনার কথা,
পটে আঁকা ছবির মত দোতালা বাড়ীগুলোর কথা,
আর সর্পিল পথ বেয়ে ধাবমান গাড়ীগুলোর কথা,
সবই আজো অম্লান হয়ে আছে স্মৃতির আর্কাইভে।
স্নিগ্ধ জেলিকোর দীপ্ত স্মৃতি কখনো যাবেনা নিভে।


এতটুকুন অবকাশের সন্ধানে একদা ঠাঁই নিয়েছিলাম
আই-৭৫ এর পশ্চিমে ছোট্ট শহর জেলিকোর কোলে।
উচ্চকন্ঠী অপেরা শিল্পী গ্রেস মূর এর শহর জেলিকো,
মাত্র আড়াই হাজার জনগোষ্ঠী অধ্যুষিত এই জেলিকো,
দেড়কোটির শহর থেকে আসা এ পথিককে দিয়েছিলো
মনে গেঁথে থাকা মায়াময় নিরিবিলি পরিবেশ, যেমন
ইন্ডিয়ান মাউন্টেন স্টেট পার্ক আর শ্বেত পাথরকুচির
শয্যায় সমান্তরাল টেনিসি স্টেট লাইনের রেলপথ।


আমার জেলা শহর লালমনিরহাটের 'চার্চ অব গড'
গীর্যা আর মিশনারী স্কুলের পাশ দিয়ে কত হেঁটেছি।
জেলিকোতে এসে দেখি এখানেই তার সদর দপ্তর। দুটো
ঐতিহাসিক রেল দূর্র্ঘটনার দগদগে স্মৃতি বক্ষে ধারণ
করে আছে বিটুমিন কয়লার জন্য প্রসিদ্ধ এই জেলিকো।
উনিশ শ' ছয় সালের ডিনামাইটবাহী বগীর বিস্ফোরণ,
আর চুয়াল্লিশ সালে রিক্রুট ট্রুপট্রেনের সলিলে পতন।


পাদটীকাঃ  জেলিকোর স্মৃতি নিয়ে এ আসরে গত ০৯-৬-২০১৪ তারিখে "১১৫, কবীর লেন" নামে একটা কবিতা লিখেছিলাম। আপনাদের সবাইকে অনুরোধ করছি, আমার সে কবিতাটাও এ কবিতাটির সাথে একবার পড়ে দেখার জন্য।
কবিতাটির লিঙ্কঃ http://www.bangla-kobita.com/ka13/post20140602121429/


ঢাকা
০৯ মে ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।