তোমার মত দেখতে,
তবে তুমি নও!
তুমি থাকো ঘরে, সে আসে আর যায়,
হয় উধাও!
তুমি ওড়ো আমার ধূসর আকাশে,
সে ওড়ে শুধু জলাশয়ের পাশে।


তোমার তপস্বা আমার সংসার,
তার তপস্বা মৎস্য শিকার।
তোমার মুখে আঁকা উচ্ছ্বাস,
তার ঠোঁটে গাঁথা পুঁটি মাছ।
তুমি সুস্মিতা, সবাক,
সে নিশ্চুপ নির্বাক।
তুমি প্রভাময় কনক।
সে শুধুই এক সাদা বক।


ঢাকা
৩১ মে ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।