তব প্রসারিত হাত দুটো ঢেউ তুলেছিলো,
তবুও ধরিনি।
যদিও আমার দুটো হাত মুক্তই ছিলো,
পা দুটো বাঁধা ছিলো গাছের শেকলে।
কি হতো ধরে?
আরো ঢেউ এসে শুধু আছড়ে পড়তো!
আবক্ষ ডুবিয়ে দিয়ে শীতার্ত করতো।
উষ্ণতার প্রাপ্তিযোগ এ ললাটে যে নেই!


ঢাকা
১৩ জুন ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।