যে পাখিটা মনের আনন্দে সারাদিন পাখা মেলে,
উড়তো আকাশময়, রোদে কিংবা ঝড় বাদলে,
জানিনা, আজ কার শাপে সে হঠাৎ করে
আকাশ থেকে পড়ে গেলো ধূসর ধরণীতলে!


কার শাপে সে পাখি থেকে হয়ে গেলো
হঠাৎ এক ধীর স্থির ন্যুব্জপৃষ্ঠ কচ্ছপ!
যে তার দগদগে ক্ষতগুলোকে বয়ে বেড়ায়
সাদা বুকের পাতলা চামড়ার ভেতরে ঢেকে রেখে,
আর ধীর পায়ে এগিয়ে যায় অজানা ঠিকানায়,
কোমলতাকে ধারণ করে শক্ত খোলসের আচ্ছাদনে।


ঢাকা
১৬ জুলাই ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।