যে আঙুলগুলো দিয়ে তুমি এতসব লেখো,
সেগুলোকে একটুখানি ছুঁতে ইচ্ছে করে।
যদিও জানি, ওগুলো শুধুই বাহক মাত্র।
লেখাগুলো আসে এক গহীন রাজ্য থেকে,
জীবনের প্রতিটি হিল্লোল যেথা এসে থামে,
আর ঘুরপাক খায়। হৃদয় মন্থন করে ওরা
সব একে একে চলে যায়, কোন অজানায়!
কখনো গল্প হয়ে, কখনো পিয়ানোর রীডে
সুরের ঝঙ্কার তুলে, আবার কখনো কোন
পেলব কবিতা হয়ে অন্য হৃদয় ছুঁয়ে যায়।


যে চোখ দুটো দিয়ে তুমি এতকিছু দেখো,
যে চোখের কাজলরেখা ধুয়ে গেছে জানি,
সে চোখের মাঝে আমি থাকি বা না থাকি,
সে দৃষ্টির অতলে কত তরঙ্গ দোলে জানি।
চোখ আর মনের মিশেলে তুমি এঁকে যাও
একে একে কত শত ছবি। অতলান্ত সাগর
আর সুউচ্চ পাহাড় পাড়ি দিয়ে সেসব ছবি
ভেসে আসে ইথারে ইথারে, কথার মালায়।
আমি চোখ মেলে চেয়ে থাকি দিন দিনান্তে,
কখন ভেসে আসে তোমার লেখা বা ছবি!


ঢাকা
০১ আগস্ট ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।