জীবনের সবকিছুকে যখন অর্থহীন মনে হয়েছিলো,
রূপা তখন ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়েছিলো।
অনেক আঁধার কাটিয়ে সে আলোর দেখা পেয়েছিলো,
কিন্তু সে আলো তাকে বরং অস্থিরতায় ভুগিয়েছিলো।
নীরবে নিভৃতে রূপা তাই আঁধারেই ফিরে গিয়েছিলো।


সেও জানতো, অভ্রও জানতো, তাদের পরিণতি হবে
দুটি সমান্তরাল রেলপথের মত দিগন্ত অবধি বিন্যস্ত।
যে পথে পাশাপাশি থাকা যায়, কিন্তু মিলন ঘটেনা।
তাই রূপা তীব্র বাসনার বিপরীতে ফিরে গিয়েছিলো।
তবে সাথে রেখেছিল প্রেমের পরশমাখা চিরকুটগুলো।


ঢাকা
১৪ অগাস্ট ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।