তোমার কাজল কালো চোখের গভীরে
যে ছোট্টো নিস্তরঙ্গ সরোবরটি ঢেকে রাখো,
সেখানে রোজ নৌকো ভাসাতে ইচ্ছে করে।
লাল, নীল, হলুদ সবুজ নানা বর্ণের নৌকো।
ইচ্ছে হয় ডুব সাঁতার দিতে স্ফটিক স্বচ্ছ জলে।


তোমার অন্তর্ভেদী চোখের অতলে লুকিয়ে থাকে
স্পর্শকাতর ভালোবাসা, আদর স্নেহ, মমতা মায়া।
কখনো কখনো এর সব কিছুই বৃষ্টি হয়ে ঝরে পড়ে,
মুছিয়ে দিতে চায় মৃগাক্ষীর ছায়ামাখা ঐ আঁখিপল্লব,
তখনো চোখদুটো শুধু ভালোবাসার কথাই বলে যায়!


ঢাকা
১৯ অগাস্ট ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।