হে কবি,
ভুলে যেওনা তুমি মানসে তরুণ হলেও,
বয়সে প্রবীণ! তাই তুমি সব দেখে যাও,
ভেবে যাও, ভালবেসে যাও; তবে কখনো
ভালোবাসার কথা তুমি মুখে বলো না!


হে কবি,
তোমার উচ্ছ্বাসের রাশটাকে টেনে রাখো,
তোমার ঔৎসুক্য যেন সীমানা না ছাড়ে!
অধীর আগ্রহ নিয়ে যে গান তুমি গাও,
শুনতে মধুর হলেও তা বেলাশেষের গান!


হে কবি,
তোমার বালক মনে তুমি অবাক হয়োনা,
চড়াই উৎরাই পথে যেতে যেতে যদি দেখ,  
ভালোবাসার উল্থান পতনের উত্তাল ঢেউ,
কিংবা শোন কোন প্রেমের অলীক আহ্বান!


হে কবি,
প্রেমের প্রত্যখ্যানে্ যদি কখনো আহত হও,
পথহারা নাবিকের মতো দিকভ্রান্ত হয়ে যাও,
তবে নিরাশ হয়োনা। দূর তটে আছে এক
নীল বাতিঘর, সে তোমায় আলো দেবে!


ঢাকা
২২ অগাস্ট ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।