রাতের আঁধারে এমন কিছু করোনা,
দিনের আলোতে যা ভেবে লজ্জা পাবে।
ছুঁই ছুঁই সব ইচ্ছেগুলোকে
নিভৃত ভাবনায় প্রসারিত করতে চাও?
নিয়ে যেতে চাও কোন সুদূর স্বপ্নালোকে?
যাও, তাও ঠিক আছে।


তবে এর চেয়ে বেশী কিছু নয়।
এর চেয়ে বেশী কিছু বলা ঠিক নয়।
এর চেয়ে বেশী কিছু লেখা ঠিক নয়।
যেটুকু বোঝার, তাকে বুঝতে দাও কবি,
তার নিজস্ব আঁচ অনুমানে,
বসে নিভৃত ঘরের কোণে।


ঢাকা
২৩ অগাস্ট ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।