ছোটবেলায়...
লালমনিরহাট রেলওয়ে জংশনের ওভারব্রীজটায়
কারণে অকারণে উঠে দাঁড়িয়ে থাকতাম।
খুব ভালো লাগতো,
খুব ভালোবাসতাম,
ওভারব্রীজে দাঁড়িয়ে ট্রেনের আনাগোনা দেখতে।
পাথরের কুচি আর কাঠের স্লিপার বুকে নিয়ে
রেলের সারি সারি লাইনগুলো শুয়ে থাকতো।
তার ওপর দিয়ে সরীসৃপের মতো
ট্রেনগুলো সব আসা যাওয়া করতো।


উপর থেকে দেখতাম
প্যাসেঞ্জার আর গুডস ট্রেনের চলাচল।
পূব পাশের লাইনগুলোর পাশেই ছিলো
রেলের স্টাফ কোয়ার্টার্স।
সেখানে থাকতেন সোলেমান গার্ড
আর আব্বাস বড়বাবু।
তাদের পদবীগুলো এমনি করেই
তাদের নামের পাশে জুড়ে বসেছিলো।
সেসব জানালা দিয়ে অনেকগুলো সোনামুখ
আমার মতই ট্রেনের যাওয়া আসা দেখতো।


ঢাকা
২৩ অগাস্ট ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।