একটি হৃদয় যখন ভালোবাসা পায়,
সে হৃদয় হতে তখন কবিতার কথামালা
পাহাড়ী ঝর্ণা হয়ে প্রবাহিত হতে থাকে,
অন্তহীনা বয়ে যায় আপন ছন্দে, তালে।


হায়! একটি প্রেমাতুর হৃদয়ের কবিতা যদি
ভাগ্য বিড়ম্বনায় কখনো হারিয়ে যায়,
কোন ধূ ধূ মরু সাহারায়,
প্রেমের কবিতা তখন মরুদ্যান হয়ে ওঠে,
ক্যাকটাস হয়ে ফুটে থাকে সেথা চিরকাল।
স্মরণ করাতে তাদের, যারা প্রেমের কাঙাল।  


ঢাকা  
২৫ অগাস্ট ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।