কবিগুরুর "আমি কান পেতে রই" গানটির পটভূমির উপর এ আসরের কেউ কি একটু আলোকপাত করতে পারবেন? বড্ডো জানতে ইচ্ছে করছে, কী বা কাকে মনে করে কবি এই কালজয়ী গানটি লিখেছিলেন!
কবিগুরুর "আমি কান পেতে রই" গানটির পটভূমির উপর এ আসরের কেউ কি একটু আলোকপাত করতে পারবেন? বড্ডো জানতে ইচ্ছে করছে, কী বা কাকে মনে করে কবি এই কালজয়ী গানটি লিখেছিলেন!
আলোচনাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this alochona.
এখানে এপর্যন্ত ৬টি মন্তব্য এসেছে।
I keep listening at the door
to the depth of my own heart
Listening for the message
in some deep dweller's tears and laughter.
'আমি কান পেতে রই ' গানটি উনি রচনা করেছিলেন ২ শ্রাবন ১৩২৯ (১৮ ই জুলাই ,১৯২২ )
কবির বয়স : ৬১
আলোচনা :-
তখন গ্রীষ্মাবকাশ প্রায় শেষের দিকে ; আকাশ নতুন বর্ষার মেঘে ঘন নীল্ ,কিন্তু একটু আগেই এক পশলা বৃষ্টি হইয়া গিয়াছে ,তখনো গাছের পাতা হইতে জল ঝরিতেছে | রবীন্দ্রনাথ থাকিতেন আশ্রমের পশ্চিম প্রান্তের একটি বাংলোতে | আমি আমবাগানের মধ্য দিয়া কোথাও যাইতেছিলাম , হঠাত দেখিলাম রবীন্দ্রনাথ সবেগে আসিতেছেন ; এতই ত্বরা যে পথ দিয়া চলিবার সময় নাই বলিয়াই মাঠ ভাঙ্গিয়া চলিয়াছেন ; সন্মুখেই পড়িল মেহেদিগাছের বেড়া , তাহা অগ্রাহ্য করিয়া ঠেলিয়া চলিয়া আসিলেন ; অদূরে দাঁড়াইয়া শুনিলাম গুনগুন করে গানের দুটি পদ আবৃতি করিতেছেন ; ভ্রমর সেথা হয় বিধাতা নিভৃত নীল্ পদ্ম লাগি ; ব্যাপার কি বুঝিতে বিলম্ব হইলো না | এই গানটি তখনি রচনা করিয়া সুর দিয়াছেন ; ভুলিয়া যাইবার আগেই গানটি দিনেন্দ্রনাথ কে শিখাইয়া দিবার জন্যে ছুটিয়া চলিয়াছেন | দিনুবাবু তখন থাকেন দেহলিবাড়িতে | পথ দিয়া ঘুরিয়া যাইতে যেটুকু সময় বেশী লাগিবে সেটুকু সময়ের মধ্যে হয়ত সুরের ভ্রান্তি ঘটিতে পারে |
-----------------------------------------------------সংগ্রহ : প্রমথনাথ বিশী----'রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন'
টিকা : এ প্রসঙ্গে একটা কথা জানিয়ে রাখি যে রবীন্দ্রনাথ যেহেতু স্বরলিপি লিখতে পারতেন না সেজন্য যখনি কোনো গান উনি রচনা করতেন সঙ্গে সঙ্গে গানটি কাউকে শিখিয়ে দিতেন যাতে করে সুরটি ভুলে না যান |
আশাকরি আপনার প্রশ্নের জবাব কিছুটা দিতে পেরেছি |
কদিন ধরে এরকম কটি গানের প্রেক্ষাপট নিয়ে ভাবছিলাম-এটি নয়।পরবর্তি আলোচনায় দেবার ইচ্ছে অআছে।
খায়রুল ভাই শ্রদ্ধা জানবেন।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.