বিকেল থেকে ঘাসগুলো তৈরী হতে থাকে,
কখন শিশির ঝরবে, কখন আর্দ্র হবে,
শুষ্ক দেহের জন্য আর্দ্রতার বড় প্রয়োজন।


সন্ধ্যে শুরু হলে শিশির ঝরতে থাকে,
হাল্কা হাল্কা, একটু একটু করে ঝরতে থাকে।
ক্রমান্বয়ে ঝরে ঝরে ঘাসগুলোকে আর্দ্র করে।


ভরদুপুরে ঘাসগুলো আবার শুষ্ক হয়ে যায়,
তবু তারা বরষার জল চায় না, তারা চায়
একটু একটু করে আর্দ্র হয়ে থাকতে, শিশিরে।


ঢাকা
২৯ অগাস্ট ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।