আমাকে ডেকোনা পাখি, আমি যে উড়তে শিখিনি!
আমাকে গাইতে বলোনা, আমি যে গাইতে শিখিনি!  
তোমার মিষ্টি সুরের সাথে আমি
কন্ঠ মেলাতে পারবো না, পাখি!
তোমার ছোট্ট সূক্ষ্ম নীড়
ভেঙ্গে যেতে পারে আমার ভারী দেহে।
পরিপাটি তোমার ঐ সাজানো বাগান
তছনছ হয়ে যাবে আমার সব অসভ্য অভ্যাসে।


তবে তুমি যদি কখনো আমার
ফুল বাগানের কোন ফুল চাও, আমায় ডেকে বলো।
আমি অনভ্যস্ত হাতে গুঁজে দিয়ে আসবো একটি ফুল
তোমার সৌ্রভময় অবিন্যস্ত কবরী মাঝে।
জানি তুমি আঁধারেই থাকতে ভালোবাসো, তবুও
কোন আঁধার রাতে যদি তুমি একটু আলো চাও,
তবে তুমি আমায় মুক্তকন্ঠে ডেকে নিও পাখি,
রেখে আসবো তোমার নীড়ে চারটে জোনাকী।


তুমি যখন গান গাও, নিজের খেয়ালেই তা গাও।
কে শুনছে না শুনছে তা জানতে তুমি আগ্রহী নও।  
তবু যদি কখনো তুমি শ্রোতার অন্বেষণ কর,
তবে আমায় ডেকো। আমি কান পেতে তোমার নীড়ে
কাটিয়ে আসবো কিছুটা সুরেলা সময়।
তবে গানের মাঝে হঠাৎ করে থেমে,
পাখি তুমি কখনো ডেকোনা আমায়, তোমার কাছে।
কারণ, আমি যে উড়তে শিখিনি, গাইতেও শিখিনি!


ঢাকা
০১ সেপ্টেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।