অনেকটা পথই তো হেঁটে এলাম!
হেঁটেছি যেমন ফুলের বনে,
হেঁটেছি তেমনি মরুদ্যানে।
শ্বাপদ, সরীসৃ্পের সাথে হেঁটেছি,
সাধু বৈরাগীদের সাথেও হেঁটেছি।
পাখিদের কলকাকলিতে হেঁটেছি,
হিংস্রতার হুঙ্কারের মাঝেও হেঁটেছি।
স্নেহ-মমতা, শ্রদ্ধা-ভালোবাসা,
ঈর্ষা-বিদ্বেষ, সহায়তা প্রতারণা
এসব নিয়েই তো এতটা পথ এলাম।


হাঁটতে হাঁটতে পায়ে কড়া পড়ে গেছে।
শ্মশ্রু কেশ কালো থেকে সাদা হয়েছে।
চোখের উপর চোখ বসেছে, তবুও
দৃষ্টিটা ক্রমেই ঝাপসা হয়ে গেছে!
কোথায় হাঁটার শেষ, কোথায় গন্তব্য,
কিছুই জানা নেই, শুধু হেঁটে চলেছি!


কোথায় কখন এ চলমান জীবন
পূর্ণতা পাবে তা জানা নেই।
জীবনের সব সত্য হয়তো এখনো
জানা হয়নি। সব কথা শোনা হয়নি।
সব কথা এখনো বলাও হয়নি।
এসব ছাড়াই কি জীবন পূর্ণতা পাবে?


কে জানে.........!


ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।