কবিতা না লিখে কোন উপায় নেই,
কেন? আমার যে কোন শ্রোতা নেই!
আমার মুখেও তো কোন ভাষা নেই।
অথচ ভেতরে অনেক কথা আছে,
যেগুলো বলা খুব সহজ কথা নয়
যেগুলো শোনার কারো সময় নেই।


আমার অনেক বিমূর্ত ভাবনা আছে।
ভাবনাগুলো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে,
করোটির গভীরে জমাটবদ্ধ মস্তিষ্কে।
আমার অনেক বদ্ধ দীর্ঘশ্বাস আছে,
যেগুলো বাঁধা আছে বুকের হাপরে।
সেগুলো বিমুক্তির কোন উপায় নেই।


তাই, কবিতা ছাড়া কোন গতি নেই।
কাউকে দিব্যি দিচ্ছিনা আমার কোন
কবিতা পড়তে। জটলাবদ্ধ ভাবনারা
শব্দের রথে চড়ে যদি বেরিয়ে আসে,
আমি তাতেই বর্তে যাই, ভারমুক্ত হই।
সেটা কবিতা না হলেও সমস্যা নেই।


একমাত্র কবিতাই পারে ধীরে ধীরে
আলতো হাতে এক এক করে
ভাবনার বাঁধনগুলো খুলে দিতে,
নিঃসীম শুন্যে মিলিয়ে দিতে,  
কাগজে বা ল্যাপটপে ধরে রাখতে,
বিলীন হবার আগে, অতল বিবরে।


ঢাকা
০৯ অক্টোবর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।