অচেনা কোন বুকে মাথা রেখে
আর সোহাগের আশা করিনা।
অচেনা কোন ঠোঁটে ঠোঁট রেখে
আর চুম্বনের আশা করিনা।
অচেনা আঁখির ইশারায়
কোন নতুন প্রলোভন দেখিনা।
অচেনা পাখির গান শুনে আর
মন উথাল পাথাল করেনা।


অচেনা শয্যার আহ্বান আর
দেহ মনে ঢেউ তোলেনা।
আলিঙ্গনের উষ্ণতার আশা    
কোন অচেনার পিছু ছোটেনা।  
অজানা কাব্য অজানাই থাক,
জানা গল্পই যাই শুনি,
নতুন সকালে চায়ের ধোঁয়ায়
আবারো চেনা স্বপ্নই বুনি।


ঢাকা
১৮ অক্টোবর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।