আমি তোমার প্রেমিক পুরুষ নই সে তুমি জানো, সুদূরিয়া!  
কস্মিনকালেও কোন প্রেমের দাবী নিয়ে আমি দাঁড়াবো না
তোমার মনের মুক্ত আঙিনায়। দূর থেকে শুধু  দেখে যাবো  
তোমার কাজলটানা ঐ মায়াবী চোখ দুটোর শানিত চাহনি ।


তোমার ঐ চোখ দুটো মৃদু কাঁপন লাগিয়ে যায় আমার মনে।
গোপনে আমি তাই উন্মুখ হয়ে থাকি তোমাকে দেখার জন্যে।
তুমি আছো তো সব কিছু আছে। তুমি নেই তো কিছুই নেই।  
তোমাকে দেখেই সব আলো জ্বলে, তুমি গেলে সব নিভে যায়।  
  
আমি তোমাকে নিয়ে যথেচ্ছা ঘুরে বেড়াতে চাই না, সুদূরিয়া।
তুমি বরং তোমার নীড়েই বসে আপন মনে গান গাও, পাখি!
আমি শুধু কান পেতে শুনে যাবো তোমার মধুর কন্ঠের গান
আর শুনে যাবো তোমার রোলার কোস্টার জীবনের সব গল্প।


ঢাকা
২৯ নভেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।