আমি যখন কবিতা লিখি,
তখন মনে আমার কোন প্রিয় গানের সুর বাজতে থাকে।
ঊর্ধ্বাকাশ থেকে নেমে আসে যেন কোন আলোকচ্ছটা,
যা মন খারাপ করা বিমর্ষ আঁধারকে আলোকিত করে,
জাগতিক পঙ্কিলতার ঊর্ধ্বে উঠে
আমি বিশুদ্ধতায় অবগাহন করতে থাকি,
আর ক্রমে ক্রমে নিজেকে নিষ্কলুষ বোধ করতে থাকি।

কবিতা লিখার সময়  
কিছু বিশুদ্ধ ভালোবাসার কথা আমায় আচ্ছন্ন করে রাখে।
আমি নিষ্পাপ শৈশবের কথা নীরবে স্মরণ করি,
কৌতুহলী কৈশোরের কথা আনমনে স্মরণ করি,
আমাকে এ জীবনে যারা ভালোবাসার আলো দিয়েছে,
তাদের কারো না কারো কথা স্মরণ করি।
ভালোবাসার পবিত্রতা আমার মনকে পরিশুদ্ধ করে চলে।

যাদের উৎসাহে আর আশীর্বাদে
কবিতার মত কল্পজগতে আজ আমার অবাধ বিচরণ,
আমি তাদের কথা পূতচিত্তে স্মরণ করি।
আমার প্রতিটি কবিতায়  
কারো না কারো মুখচ্ছবি উজ্জ্বল হয়ে ভেসে ওঠে,
যেসব মায়াবী মুখ সতত অনুপ্রেরণা দিয়েছে আমায়
অপার ভালোবাসায়, এই ক্ষুদ্র জীবনের পথ পরিক্রমায়।


ঢাকা
১৪ ডিসেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।