তুমি সুন্দরী ছিলে, এখনো আছো।
দেখার অনেকে আছে, দেখানোর কেউ নেই।
মিছেমিছি সাজুগুজু করো, প্রসাধনী মাখো।
ছবি তুলে রাখো, একা একাই, সব সেলফি।
দেখার অনেকে আছে, দেখানোর কেউ নেই।


তুমি ভালো রাঁধতে, এখনো রাঁধো।
তবে রাঁধার ইচ্ছে মোটেই জাগে না,
কারণ খাওয়ার কেউ নেই,
খাওয়ানোরও কেউ নেই। তবু তুমি
একা একাই রাঁধো, কি জানি কার কথা ভেবে!


তুমি লিখতে খুব ভালো, এখনো লিখো।
তবে তোমার কলমটা যেন কেন থেমে আছে।
তোমার লেখা পড়ে উষ্ণ বোধ করে,
হিমশীতল দেশের কোন প্রেমপ্রত্যাশী, কিংবা
দূর সমুদ্রের একাকী নাবিক তার নির্জন প্রকোষ্ঠে।


এদের কারো কথা তুমি ভাবো না।
তুমি একা একাই ছবি তুলে চলো, নিজেই দেখো
আর কি যেন ভেবে ভেবে কখনো হাসো,
কখনো সেলফিতেই ধরে রাখো তোমার মায়াবী
চোখ দুটো থেকে ঝরে পড়া দু’ফোঁটা অশ্রুজল।


ঢাকা  
১৯ ডিসেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।