শকুন আর শ্বাপদেরা তিরোহিত হোক
এ দেশের আকাশ আর মাটি থেকে।
শঙ্খচিলেরা ডানা মেলে নীলাকাশে উড়ুক,
অবুঝ শিশুরা কলরবে নিত্য মেতে উঠুক।


শীতরাত্রির প্রথম প্রহরে
প্রেমিক প্রেমিকারা উষ্ণতা ভাগাভাগি করে নিক
তাদের প্রলম্বিত চুম্বনে।
একাকী নারীরা খুঁজে পাক তাদের স্বপ্নের পুরুষ,
পুরুষরা বিশ্বস্ত থাক তাদের আপন নারীর প্রতি।


আড়ষ্ট কবিরা ফিরে পাক তাদের লেখার প্রেরণা,
তাদের কলমে ঝরুক স্বতঃসলিলা প্রস্রবনের মতই
অন্তহীন কবিতা। রাখাল আবার হাতে তুলে নিক বাঁশী
বুঁদ হওয়া বাউলেরা লিখে যাক সব আধ্যাত্মিক গান।
মাঝিদের নায়ে উড়ুক পাঁচরঙা পাল রূপোলী রোদ্দুরে,
তীরহারা নাবিকেরা খুঁজে পাক দূর বাতিঘরের দিশা।


আকাশের জলবতী মেঘগুলো সব নিরুদ্দেশ হয়ে যাক,
কোন দুর প্রবাসিনীর তৃষিত হৃদয়ে ঝরাক শান্তির জল।
ভাটিয়ালী সুরে গাওয়া নিত্যবিরহিনীর আকুল ক্রন্দন
হাওয়ায় হাওয়ায় ভেসে গিয়ে ফিরিয়ে আনুক চমকে
ঘাড়ে গামছা ঝুলানো তার উদাস গাড়ীয়াল স্বামীকে।


গন্তব্যহীন পথে হাঁটা মানব মানবীরা তাদের পথের বাঁকে
খুঁজে পাক একটি গরম চায়ের দোকান, যেখানে বসে তারা
এক কাপ ধূমায়িত চায়ের সাথে শুনে নেবে তাদের জীবন কথা।
অপলক মায়াবী মুগ্ধতায় ভরে উঠুক তাদের সে আলাপচারিতা।


(নতুন বছর শুরুর শুভক্ষণের প্রাক্কালে সকল পাঠককে জানাচ্ছি উষ্ণ অভিবাদন আর আন্তরিক শুভেচ্ছা)


ঢাকা
৩১ ডিসেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।