একাকিনী,তুমি কি প্রতিদিনই হাঁটাহাঁটি করো?
একা একাই হাঁটো?
হাঁটার সময় কখনো ফুল, ঘাস আর লতাপাতা
ছুঁয়ে ছুঁয়ে দেখো?
কারো সাথে কি গল্প করতে করতে হাঁটো?
এখানে সেখানে কখনো থেমে সেলফি তোলো?
নিজের ছবি দেখে নিজেই মুগ্ধ হও? আর ভাবো,
ইস, ছবিটা যদি কাউকে দেখাতে পারতাম!


জানি, তুমি আপন খেয়ালেই হেঁটে চলো, একা একাই।
চলার পথের ছোট ছোট সৌন্দর্যগুলোকে দেখে দেখে
আনমনা হও, একা একাই।
তোমার জুতোয় যদি কখনো ঢুকে যায়  
এক ছোট্ট পাথরকুঁচি, তখন কি ঘাসের উপর বসে
নিপুণ আঙুলে জুতো খুলে সেটা বের করে আনো?
তারপর হেডফোনটা কানে লাগিয়ে আবার শুরু করো  
নিত্যদিনের বারোয়ারি ভাবনা নিয়ে ক্লান্তিকর পথহাঁটা?  


ঢাকা
০১ জানুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।