কবি যখন কবিতা লিখেন, তখন তিনি  
সামনে রাখেন কোন পাঠককে নয়,
তিনি খোঁজেন একজন বিশ্বস্ত শ্রোতাকে।
তিনি মনের কথা শোনাবার মানুষ চান।  


কবির কবিতা যেন একেকটি গান,
যার সুর বাঁধা থাকে মনের আঙিনায়।
যার তাল লয় কবি নিয়ন্ত্রণ করেন,
তাঁর আবেগ অনুভূতির ইশারায়।


কবির মনের ভেতর যে কথাগুলো
অহর্নিশ ঘুরপাক খায়, আঁকুপাঁকু করে,
কবি সেসব কথা এতটা সময় ধরে
কাকে শুধোবেন? সময় হয়না কারো।


কবি যখন নিভৃতে বসে কবিতা লিখেন,
তিনি নিজ মনে একটা গানও গেয়ে যান।
সে গান শুনে যদি কেউ কন্ঠ মেলায়,
পাখিরা স্তব্ধ হয়ে শোনে,
ঝরা পাতা রয় কান পেতে,
কোন বিরহী বিরহিনী দীর্ঘশ্বাস ছাড়ে,
কৃতার্থ কবি তখন  তাদের কথা ভেবে,
নতুন প্রেরণা নিয়ে নতুন গান খোঁজেন।


ঢাকা
০২ জানুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।