একটি মুখের হাসি
এই কুয়াশার মাঝেও রোদের ঝিলিক এনে দিতে পারে।
একজোড়া চোখের দৃষ্টি
সাগরের অতলান্তে আমায় শয্যা পাতার স্বপ্ন দেখাতে পারে।
হাওয়ায় ভাসিয়ে দেওয়া
কারো একটি দুঃখকথা আমায় অশান্ত করে তুলতে পারে।
একটি কন্ঠের গান শুনে
আমি শিশুর মত মুচকি হেসে হেসে ঘুমিয়ে যেতে পারি।
কারো একটি নাচের মুদ্রা
আমার বাতগ্রস্ত পায়েও মৃদু হিল্লোল এনে দিতে পারে।
একটি মায়াবতী মুখ
আমাকে দিবাস্বপ্নের জোয়ারে ভাসিয়ে নিয়ে যেতে পারে।
একটি ফিরিয়ে নেয়া মুখ
আমাকে ভাটার টানের মত
মাঝ সাগরে নিয়ে আছড়ে ফেলতে পারে।


ঢাকা
১০ জানুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।