চৌদ্দ বছর ধরে
শীত এসেছে, শীত গেছে,
তোমার শীতল শয্যায় উষ্ণতা আসেনি।
এখন তুমি উষ্ণতা খুঁজে ফেরো কেবলই
নিজের দেহের কাছে, গুটিশুটি হয়ে শুয়ে
শীতল লেপের নীচে।


চৌদ্দ বছর ধরে
বসন্ত এসেছে, বসন্ত গেছে,
কৃষ্ণচূড়া আর পলাশের আগুন
গাছে গাছে ছড়িয়ে গেছে।
রঙিন ফুল ফুটেছে, ফড়িং এসেছে,
তোমার অলস অনিয়মিত হাঁটার পথে।  
তুমি স্পর্শ করে গেছো কিছু পেলব পাপড়ি,
যেমন করে আলতো ছুঁতে তার তৃষিত ওষ্ঠোদয়।


চৌদ্দ বছর ধরে
তুমি হারিয়ে যাওয়া সাথীর বুক খুঁজে ফিরেছো,
একটুখানি আহ্লাদী কান্না করার জন্য, একান্তে।
কাজলটানা চোখের অশ্রু দিয়ে ভেজাতে চেয়েছো
তার সাদা শার্ট। লেপ্টানো চোখে তাকিয়ে থেকে
দেখতে চেয়েছো মায়ায় ভাসে কিনা তার উদার বুক!  
যদিও ভালো করেই জানো এ সবই মায়াবী কল্পনা,
তবুও এতদিন ধরে দেখে গেছো কতনা অলীক স্বপ্ন!  


ঢাকা
১৯ জানুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।