সবই আছে, তবু মনে হয়-
কোথায় কি যেন নেই, কে যেন নেই!  
শীতকে বলি, তুমি আর এসো না।
আমার ওম আমার উষ্ণতা শুধু নিজে্র জন্য।  
শীতল শয্যায় এ উষ্ণতা নেয়ার কেউ নেই,
শুধু আমার চিরসঙ্গী পাশবালিশটা ছাড়া!


বর্ষাকে বলি, তুমি এসো না।
আমার বলার আছে অনেক কিছু, এমন দিনে
তারে বলা যায়, কিন্তু শোনার কে আছে কোথায়?
তাই সারাদিন ধরে ঝুল বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে
আমি পাখিদের আনাগোনা দেখি, স্বপ্নাতুর মেঘপুঞ্জের
কোন এক মায়াবী আকর্ষণে ভেসে যাওয়া দেখি।


বসন্তকে বলি, তুমি এসো না।
তোমার চোখ ধাঁধাঁনো রঙ মিছেমিছি স্বপ্ন দেখায়  
এক লাল শাড়ী পড়া কাজলকালো মৃগনয়নার,
চোখে যার হীরকের দ্যূতি, কপালে অরুণাভ টিপ,
যে বুকের উপর মাথা রেখে বলবে 'ভালোবাসো',
নিজেও অস্ফূট জানিয়ে দেবে, 'ভালোবাসি তোমায়'!


ঢাকা
২১ জানুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।