তুমি কবিকে বিশ্বাস করতে পারলেনা পাখি,
এ দুঃখ কবি ভুলিবে কেমনে! একি ছলনা,
নাকি ভ্রান্তিবিলাস আর অবিশ্বাসের দোলাচলে
নীরবতার আড়ালে থাকা অভিনব প্রতারণা,
কবি তা বুঝতে পারেনা, ওগো মানস প্রতিমা।
ফুলের সুবাসে থেকো, তবু কবির এ প্রার্থনা।  


কবির অভিমান তো হতেই পারে,
পূব আকাশের পথ ধরে দিগন্তপানে এমন করে
পাখা মেলে উড়াল দিলে, কোন কিছুই জানালেনা।
কবিকে এতটুকু বিশ্বাসেরও যোগ্য মনে করলেনা!
কবির এ অভিমানটুকুই হয়তো টেনে দেবে যবনিকা,
কবি ভুলে যাবে, কী ছিল তার কাছে তোমার শেষ কথা।
  


ঢাকা  
২৯ জানুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।