পাখি তোমার মধুর বুলিতে
আমাকেও তো শিখিয়ে গেলে
কত না মধুর সঙ্গীত!
দেখিয়ে গেলে কত না স্বপ্ন!
হাসিতে খুশীতে ভরিয়ে রাখলে
গত কয়েকটা মাস!


জানতাম, তুমি বসন্তের কোকিল,
সময় হলেই তুমি চলে যাবে পাখি।
শুধু জানতাম না, ভবতামও না,
তুমি চলে গেলে এরকম লাগবে!

পাখি তুমি হাসতে শিখিয়েছিলে,
হায়! যাবার আগে কেন আমায়
তুমি কান্নাটাও শিখিয়ে গেলে না?
কেন আজ শাহনাজের গানের কথা
এতটা সত্য হয়ে সারাটা দিন ধরে
বেজে যাচ্ছে শুধু আমার কানে--
“তুমি ছিলে সবই ছিলো,
তুমি নাই কিছু নাই”!


"তোমার আগুনে পোড়ানো এ দুটি চোখে" গানটির লিঙ্কঃ
https://www.youtube.com/watch?v=xdhAeA5c7kw


ঢাকা    
৩০ জানুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।