নাক ডাকি, সেকি ইচ্ছে করে?
চোখ বুঁজলেই বাঁশি বাজে,
এ আর নতুন কী? আগেও তো
এমনটি প্রতি রাতেই বাজতো।  
তখন তুমি দিব্যি ঘুমোতে
পাশে শুয়েই, নাক ডাকার মাঝেই।


বাঁশি বাজা মানেই ঘুমিয়েছি, তা নয়।
বলতে পারো ঘুমের উপক্রমণিকা।
কাল রাতে যেইনা বাঁশি বাজা শুরু হলো,
তুমি পাশ ফিরে শুলে ঠিকই বুঝলাম তা।


আধো ঘুমেই হাতড়ে হাতড়ে তোমার কান
খুঁজে নিয়ে কানের ফুটো চেপে রাখলাম,
বাঁশির আওয়াজ যেন না ঘটায় ঘুমের ব্যাঘাত,
তারপরে ঘুমের ঘোরে আলগা হয়ে গেল হাত।


ঘুমের মাঝেই শয্যাকম্পন অনুভব করলাম।
ভূমিকম্প ভেবে দু'হাতে চোখ কচলালাম।
চোখ খুলে দেখি তুমি হাসছো, থেমে থেমে,
ঘুমও ভাঙলো, বাঁশিও থামলো, সে কাঁপনে!


ঢাকা
০৭ ফেব্রুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।